কমপক্ষে ৫ লক্ষ ভোটে জিতব। নাগপুরে প্রচার শুরু করে জনসভায় এমন দাবিই করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সেখানকার বিজেপি প্রার্থী নীতীন গড়করি (Nitin Gadkari)-র। যেখানে গত লোকসভা নির্বাচনে তিনি ২ লক্ষ ১৬ হাজার ভোটে জিতেছিলেন। তাঁর প্রতিশ্রুতি তিনি নাগপুরকে দুনিয়ার সেরা শহরে পরিণত করবেন। গত পাঁচ বছরে তিনি নাগপুরে এক লক্ষ কোটি টাকার উন্নয়নমূলক কাজ করেছেন। কিন্তু সেটা শুধুই নিউজরিল। উন্নয়নের আসল সিনেমা এখনও শুরু হতে বাকি আছে। জনসভায় এমন দাবিই করলেন গড়করি।
তিনি যা কাজ করেছেন তার সম্পূর্ণ কৃতিত্ব দলীয় কর্মী ও সাধারণ মানুষদের দিলেন মোদী সরকারের সড়ক-পরিবহণ মন্ত্রী। আরএসএসের সদর দফতর নাগপুরে গড়করি প্রার্থী হয়ে আসার আগে সেখানে কংগ্রেসের সাংসদ ছিল।
দেখুন খবরটি
Nagpur | Union Minister Nitin Gadkari says, "None of my sons are in politics. I told my sons that if they want to join politics, they should first paste posters on walls and work at the ground level. BJP workers have a right over my political legacy." https://t.co/cwhZsHM7rJ pic.twitter.com/Zybb55MAbq
— ANI (@ANI) March 23, 2024
তাঁর ছেলেদের রাজনীতিতে আসা নিয়ে নীতীশ গড়করি সাফ বললেন, " আমার কোনও ছেলেই রাজনীতির সঙ্গে কোনওভাবে জড়িত নয়। আমি আমার ছেলেদের বলেছি যদি রাজনীতিতে যোগ দিতে চাও সবার আগে দেওয়ালে পোস্টার লাগাও, মাটিতে নেমে কাজ করো। বিজেপি কর্মীরা আমার রাজনৈতিক চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাবে। "