Photo Credits: pixabay

নয়াদিল্লি: চন্দ্রযান-৩ (Chandrayaan-3) তো সবে শুরু। আগামী ২০৪০ সালের মধ্যে চাঁদে (Moon) মানুষ (Human) পাঠানোর প্রতিশ্রুতি (promises) দিচ্ছে ভারত (India)। শুক্রবার এই মন্তব্যই করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী (Union Minister Hardeep Singh Puri)। আরও পড়ুন: Murder Caught on Camera in MP: রাতে হাঁটতে বেরিয়ে খুন হলেন তরুণী, সিসিটিভিতে ধরা পড়ল গুলি চালানোর দৃশ্য

শুক্রবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে হরদীপ সিং পুরী বলেন, "আজকে আমাদের কাছে এই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে এই সেক্টরটিকে সাপোর্ট করা হচ্ছে। চন্দ্রযান-৩ তো শুধুমাত্র যাত্রার শুরু। ভারত ২০৪০ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানোর প্রতিশ্রুতি দিচ্ছে। সেই সঙ্গে ২০৪৭ সালে অমৃত কালের সময় ভারত উন্নত দেশ হিসেবে বিশ্বে নিজের জায়গা করে নেবে। গগনযান প্রকল্পও (Gaganyaan project) মহাকাশে মানুষের উপস্থিতি দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।"

প্রসঙ্গত উল্লেখ্য, গগনযান প্রকল্পের মাধ্যমে তিনজন মানুষকে মহাকাশে ৪০০ কিমির অরবিটে তিন দিনের মিশনে পাঠানো হবে।  তারপর তাঁদের নিরাপদে ভারতীয় জলসীমায় নামিয়ে নিয়ে আসা হবে। এই প্রকল্পে সফল হলে আমেরিকা, রাশিয়া ও চিনের পর ভারতই হবে বিশ্বের চতুর্থ দেশ যারা মানুষ-সহ মহাকাশে গগনযান পাঠাচ্ছে। আরও পড়ুন: Bengaluru- Woman Wakes In Stranger's Home: সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে গণধর্ষণের অভিযোগ বেঙ্গালুরুতে