আরজি কর হাসপাতালে ঘটনা নিয়ে গোটা দেশে এখনও বিতর্ক অব্যাহত। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্যবাসীকে অনুরোধ করেছেন রাজ্যবাসী যেন তাঁরা উৎসবে ফেরে। আর সেই সঙ্গে নির্যাতিতার পরিবারকে পুলিশ যে অর্থের বিনিময়ে কেসটি ধামাচাপা দেওয়া চেষ্টা করেছিল সেই অভিযোগেরও বিরোধীতা করেছেন রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। তাঁর সাফ দাবি ছিল, পুলিশ কোনওভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেনি। তবে নির্যাতিতার মা এই দাবির বিরোধীতা করে স্পষ্ট জানিয়েছেন, উনি মিথ্যা কথা বলছেন। আসলে উনি আন্দোলন বন্ধ করতে চাইছেন।
মৃত চিকিৎসকের মায়ের এই বিস্ফোরক মন্তব্যের পরেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেতারা তাঁর এই মন্তব্যের কড়া বিরোধীতা করেছেন। এবার কেন্দ্রীয় মন্ত্রী গিরীরাজ সিং (Giriraj Singh) এই প্রসঙ্গে বলেছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সহানূভুতি হারিয়ে ফেলেছেন। আগে তিনি মা মাটি মানুষ নিয়ে কথা বলতেন। এখন তিনি বাংলার মা, মানুষদের কথা ভুলে গিয়েছেন। উনি যে কাজটি করছেন তারজন্য বাংলার মানুষ কখনই তাঁকে ক্ষমা করবেন না। আরজি করের ঘটনায় উনি তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছেন বলে মনে হচ্ছে।
Delhi: Union Minister Giriraj Singh, reacts to the allegations made by the victim's mother against CM Mamata Banerjee in the RG Kar Medical College case, says, "CM Mamata Banerjee has lost all sense of compassion. She used to talk about 'Maa, Maati, Manush' (Mother, Land,… pic.twitter.com/3n2nWCS8dB
— IANS (@ians_india) September 10, 2024