জয়পুর: জয়পুর (Jaipur) থেকে দিল্লি ক্যান্টেনমেন্ট (Delhi Canttament) পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের (Vande Bharat Express) সূচনা করলেন (flagged off) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বুধবার এই প্রথম রাজস্থানে ভারতের সবচেয়ে দ্রুতগতির অত্যাধুনিক ট্রেনের যাত্রার শুরুর সূচনা করলেন তিনি। এই ট্রেন চালু হওয়ার ফলে রাজস্থানের মানুষরা উপকৃত হবেন বলে জানা গেল রেল মন্ত্রকের তরফে।
বুধবার সংবাদিকদের মুখোমুখি প্রসঙ্গে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈঞ্চব (Ashwini Vaishnaw, Union Minister for Railways) বলেন, "আজকে রাজস্থানের মানুষের কাছে ঐতিহাসিক একটি দিন (prosperous day ) যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব বিখ্যাত বন্দে ভারত ট্রেনের (world famous Vande Bharat train_সূচনা করা করলেন। এই ট্রেনটি জয়পুর থেকে ছেড়ে আজমের ছাড়বে। আর ট্রেনটি জয়পুর, আজমের (world famous Vande Bharat train) ও দিল্লি ক্যান্টে়নমন্টের মধ্যে সংযোগ স্থাপন করবে। এই ঘটনা রাজস্থানে পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্ত আনবে এই রাজ্য প্রস্তাবিত পরর্যন্ট সংক্রান্ত ব্যবস্থা প্রচুর সুযোগের তৈরি করবে।" আরও পড়ুন: ED Riad: প্রয়াগরাজে ১৫ জায়গায় তল্লাশি ইডির
Jaipur| I congratulate people of Rajasthan on this prosperous day as PM Narendra Modi flagged off the world famous Vande Bharat train. The train departed from Jaipur, it will connect Ajmer, Jaipur and Delhi Cantt. It will boost the connectivity of Rajasthan & prosper tourism… pic.twitter.com/DGw5j2GRMs
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) April 12, 2023