
নয়াদিল্লিঃ পরিবার সহ উজ্জয়নে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান(Chirag Paswan)। বুধবার ভোরে, মধ্যপ্রদেশের(Madhya Pradesh) উজ্জয়নের(Ujjain) শ্রী মহাকালেশ্বর মন্দিরে( Shree Mahakaleshwar Temple) যান তিনি। নিয়ম মেনে দেন পুজো। এদিন পুজো সেরে বেড়িয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিরাগ বলেন, "একসময় যা হারিয়েছি ভগবান শিবের আশীর্বাদে তা এক-এক করে সব ফিরে পেয়েছি। ভগবানের আশীর্বাদেই এত দূর আসা। আজ, সপরিবারে এসেছি এখানে। ভগবান শিবকে ধন্যবাদ জানাতে। শিবের কাছে প্রার্থনা করি আমরা সকলে মিলে যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'বিকশিত ভারত' ভারতের স্বপ্নকে পূর্ণ করতে পারি।"
শ্রী মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন চিরাগ পাসওয়ান
প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিহারের হাজিপুর কেন্দ্র থেকে ৬ লক্ষ ১৪ হাজার ভোট পেয়ে জেতেন প্রয়াত রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ। পান কেন্দ্রীয় মন্ত্রিত্ব। তার আগে ২০১৪ সালে জামুই লোকসভা কেন্দ্র থেকে প্রথম জয়ী হয়েছিলেন চিরাগ। ফের ২০১৯ ভোটেও সাফল্য আসে চিরাগের ঝুলিতে। জামুই কেন্দ্র থেকে ফের জয়ী হন তিনি। বাবা রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পর দলের দায়িত্ব কাঁধে তুলে নেন। রামবিলাস পাসোয়ান ছিলেন এনডিএ সরকারের মন্ত্রী। দলের দায়িত্বগ্রহণের কয়েকমাস পর বিজেপিকে সমর্থন করার বিষয় নিয়ে কাকা পশুপতি কুমারের সঙ্গে সঙ্গে দ্বন্দ্ব শুরু হয় চিরাগের। যার ফলে দু'ভাগে ভাগ হয়েছে যায় লোক জনশক্তি পার্টি।
সপরিবারে শিবের দরবারে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান, দেখুন ভিডিয়ো
#WATCH | Madhya Pradesh: Union Minister Chirag Paswan along with his family offered prayers at Shree Mahakaleshwar Temple in Ujjain. pic.twitter.com/56PES2DlY9
— ANI (@ANI) March 5, 2025
কী বলছেন কেন্দ্রীয় মন্ত্রী?
#WATCH | Ujjain, Madhya Pradesh: Union Minister Chirag Paswan says, "God gave me everything at a time when everything was taken away from me. With the blessings of Lord Shiva, I have reached here...I have come with my family to thank Lord Shiva...I pray that all of us work hard… https://t.co/479VhhadSn pic.twitter.com/6a7SdKcKWO
— ANI (@ANI) March 5, 2025