পটনা, ১৫ অক্টোবর: Ink Attack on Ashwini Kumar Choubey: ভয়াবহ বন্যার বিহার ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। ডেঙ্গি যাতে দ্রুত ছড়িয়ে আর মঙ্গলবার পটনার এক সরকারী হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত রোগীদের অবস্থার কথা দেখতে গিয়ে কালি আক্রমণের শিকার হলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। সাম্প্রতিক অতীতে বিক্ষোভ দেখাতে মন্ত্রী বা জনপ্রতিনিধিদের গায়ে কালি লাগিয়ে প্রতিবাদ করার ঘটনা দেশে-বিদেশে বারবার দেখা যাচ্ছে। এবার সেই কালি আক্রমণের শিকার হলেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর অতীতে কালি আক্রমণ হয়েছে।
যে অশ্বিনী কুমার বিহারের বন্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। মন্ত্রীকে ঘিরে ভিড়ের মাঝে কেউ তাঁর ওপর কালি ছুঁড়ে পালায় বলে খবর। কে বা কারা মন্ত্রীর গায়ে কালি ছুড়লেন তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। মন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। আরও পড়ুন-পাকিস্তান থেকে ভারতের বাজারে ঢুকেছে জাল নোট, জানাল NIA
বিহারের বন্য়া নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে বলেছিলেন, বিহারের সরকার প্রস্তুত থাকলেও, হাতিয়া নক্ষত্রের সময় অতি বৃষ্টি হলে বন্যা হবেই, এতে সরকারের কিছু করার নেই। অশ্বিনী কুমারের এই মন্তব্য নিয়ে জোর বিতর্ক হয়েছিল। অতীতেও বহুবার বিতর্কিত মন্তব্য করেছিলেন অশ্বিনী কুমার চৌবে।