গুয়াহাটি: বৃহস্পতিবার অসমের (Assam) রাজধানী গুয়াহাটিতে (Guwahati) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি (BJP) সবসময় নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতি (election promises) পূরণ করে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Minister Amit Shah)। পাশাপাশি আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত অনুষ্ঠান থেকে ৪৫ হাজার যুবক-যুবতীর হাতে চাকরির নিয়োগপত্রও (distribution of job letters) তুলে দেওয়া হয়।
এই সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ বলেন, "অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) আগেই বলেছেন যে অসমের যুব সম্প্রদায় (youths of Assam) রাজ্যের উন্নয়নে (development) উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আর এখানে দাঁড়িয়ে আমিও বলতে চাই যে বিজেপি (BJP) নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ (fullfills) করেছে। আজকে নিয়ে প্রায় ৮৬ হাজার যুবক-যুবতী চাকরি (jobs) পেয়েছেন, মাত্র ২ বছরের মধ্যে পূরণ হয়েছে প্রতিশ্রুতি।" আরও পড়ুন: Cheetah Cub Dies: নামিবিয়া থেকে আনা চিতা বাঘের আরও ২ শাবকের মৃত্যু কুনোয়, তিন দিনে ৩ চিতার মৃত্যু
দেখুন ভিডিয়ো:
#WATCH | Guwahati: "Himanta Biswa Sarma had said that the youths of Assam must be made part of the development of the state .."BJP fullfills its election promises...today around 86000 youths are getting jobs, the promise has been fulfilled within just 2 years": Union Minister… pic.twitter.com/pgcVc5ICHb
— ANI (@ANI) May 25, 2023