দিল্লি, ১২ সেপ্টেম্বর: বিজেপি নেত্রী সোনালী ফোগাটের (Sonali Phogat) মৃত্যুর তদন্ত করবে সিবিআই (CBI)। বিজেপি (BJP) নেত্রী তথা টিকটক স্টার সোনালী ফোগাটের মৃত্যু কীভাবে হল, সে বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই তদন্ত করবে বলে নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। সূত্রের তরফে মিলছে এই খবর।
Union Home Ministry recommends CBI probe in death of BJP leader Sonali Phogat: Officials
— Press Trust of India (@PTI_News) September 12, 2022
গোয়ার হোটেলে রহস্যজনকভাবে সম্প্রতি মৃত্যু হয় সোনালী ফোগাটের। বিগ বসের প্রাক্তন প্রতিযোগীর মৃত্যু কীভাবে হল, তা নিয়ে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এমনকী, সোনালী ফোগাটের মৃত্যুর পর তাঁর শরীর নীল হয়ে যায়। বিষক্রিয়াতেই সোনালীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন অভিনেত্রীর ভাই।
যা নিয়ে শোরগোল শুরু হলে সোনালী ফোগাটের ২ কর্মীকে গ্রেফতার করা হয়। এমনকী গোয়ার সংশ্লিষ্ট হোটেলের সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে আসে। যেখানে সোনালীকে পানীয়র সঙ্গে মাদক দেওয়া হয় বলে পুলিশের অনুমান। এরপর সোনালীর মেয়ে এবং পরিবারের তরফে বাবার সিবিআই তদন্তের দাবি করা হলে, শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাতে সম্মতি জানায়।