আমেদাবাদ: গুজরাটে (Gujarat) গিয়ে রবিবার সকালেই আমেদাবাদের একটি মন্দিরে স্বপরিবারে পুজো দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ (Union Home Minister & BJP leader Amit Shah)। আর তারপরই আমেদাবাদে (Ahmedabad) আয়োজিত মোদি সমাজের বার্ষিক সভায় (national convention of Modi Samaj) বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তিনি।
মোদি সমাজ সংগঠনের বার্ষিক সভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, "কংগ্রেস (Congress) সবসময় ওবিসি সম্প্রদায়ের (OBC community) মানুষকে অবহেলা (neglected) করে এসেছে। শুধুমাত্র বিজেপিই (BJP) তাদের জন্য কাজ করছে। কংগ্রেস দেশকে ৫৬ বছর ধরে শাসন করেছে (ruled)। কিন্ত, ওবিসি সম্প্রদায়ের মানুষের উন্নয়নের (development) জন্য কোনও কাজ করেনি (worked)। কিন্তু, গত ৯ বছরে অনুন্নত পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের জন্য প্রচুর কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রধানমন্ত্রী মোদি গরিব একটি পরিবার (poor family) থেকে এসেছেন। তাই তিনি গরিব মানুষদের দুঃখ ও যন্ত্রণা (pain) বুঝতে পারেন।" আরও পড়ুন: Arvind Kejriwal Will Meet Mamata Banerjee: দিল্লি ইস্যুতে সমর্থন চাইতে দিদির দ্বারস্থ মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, মমতার সঙ্গে মঙ্গলবার কলকাতায় বৈঠকে কেজরি
Gujarat | "Congress has always neglected the OBC community. It is BJP that is working for them. Congress ruled the country for 56 years but did not develop them (OBC community), but PM Modi worked for them in past 9 years. PM comes from a poor family so he understands the pain of… pic.twitter.com/VQA5Vuv24q
— ANI (@ANI) May 21, 2023