অপারেশন সিঁদুরে ভারতীয় জওয়ানদের বীরত্বে কেঁপে উঠেছে পাকিস্তান। এমনকী এই অভিযানের পর পাক সেনারা যেভাবে হামলা্ শুরু করেছিল, তার জবাব বেশ ভালোভাবেই দিয়েছিল জওয়ানরা। এই অভিযান সফল হওয়ারপ পর দেশের বিভিন্ন প্রান্তেই তেরঙ্গা যাত্রা নামে একটি কর্মসূচি শুরু করে দিয়েছে বিজেপি। দিল্লি, বিহার, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র সহ সর্বত্র এই বিজয় মিছিল অনুষ্ঠিত করে গেরুয়া শিবির। এবার গুজরাটের আমেদাবাদেও বেরোলো এই মিছিল। যেখানে যোগ দেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
আমেদাবাদের পদযাত্রায় অমিত শাহ
জানা যাচ্ছে, রবিবার বিকেলে আমেদাবাদের রাস্তায় জাতীয় পতাকা নিয়ে বিজয় মিছিল বের করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেখানেই মিছিলের প্রথম সারিতে দেখা যায় শাহকে। জাতীয় পতাকা কাঁধে নিয়ে হাঁটছিলেন তিনি। পহেলগাম হামলার পর দেশের নিরাপত্তা, এমনকী পাকিস্তানের প্রত্যাঘাতের সময় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে নিরাপত্তা সুনিশ্চিত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দেখুন ভিডিয়ো
#WATCH | Gujarat: Union Home Minister Amit Shah leads 'Tiranga Yatra' in Ahmedabad, in honour of the Indian Armed Forces#OperationSindoor pic.twitter.com/hOVOjwsk6f
— ANI (@ANI) May 18, 2025
পহেলগামে জঙ্গি হামলা
প্রসঙ্গত, গত এপ্রিল মাসের ২২ তারিখ পহেলগামের বৈসরনে পাক জঙ্গিরা হামলা চালায়। মৃত্যু হয় ২৬ জন পর্যটকের। যার মধ্যে অধিকাংশই ছিলেন ভারতীয় এবং হিন্দু। মৃতদের মঘ্যে একজন ছিলেন কাশ্মীরের বাসিন্দা এবং দ্বিতীয়জন ছিলেন নেপালের বাসিন্দা। এই ঘটনার পর ভারতের পক্ষ থেকে অপারেশন সিঁদুর লঞ্চ করা হয়েছিল।