Amit Shah (Photo Credit: ANI/X)

নয়াদিল্লিঃ ফের 'অপারেশন সিঁদুর (Operation Sindoor)'নিয়ে ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। এই অভিযানের গোটা কৃতিত্ব সেনাবাহিনীকে দিতে চান তিনি। স্বাধীনতার পর এই প্রথম পাকিস্তানের (Pakistan) ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি (Terrorist) ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারত, এমনটাই শোনা গেল স্বরাষ্ট্রমন্ত্রীর গলায়। এদিন গুজরাটের গান্ধীনগরে একটি প্রকল্পের উদ্বোধনে আসেন অমিত শাহ। সেখানেই অপারেশন সিঁদুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "যারা পরমাণু বোমার ভয় দেখাত, তাদের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। জবাব দিয়েছে সেনাবাহিনী, বায়ুসেনা ও নৌসেনা।"

আমাদের সেনার সাহসিকতাকে স্যালুট জানাই' ফের অপারেশন সিঁদুরের প্রশংসা শাহের গলায়

 

শুধু তাই নয়, অমিত শাহ আরও বলেন, "সন্ত্রাসীরা ভেবেছিল ওদের হুমকিতে আমরা ভয় পাবো। কিন্তু আমাদের সেনারা সব জবাব দিয়ে দিয়েছে। পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে জবাব দিয়েছে ভারত। ভেঙে গুঁড়িয়ে দিয়েছে জঙ্গিঘাঁটি। এমন জবাব ওরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি।" এরপর অপারেশন সিঁদুরের পর পাকিস্তান যেভাবে একের পর এক ড্রোন-মিসাইল হামলার চেষ্টা চালায় তা প্রতিহত করে ভারত। এই নিয়ে বলতে গিয়ে শাহ বলেন, "আমাদের প্রতিরক্ষা সিস্টেম এতটাই নিখুঁত যে ওদিক থেকে আসা একটি ড্রোন বা মিসাইলও ভারতের মাটি পর্যন্ত পৌঁছতে পারেনি। ওদের আকাশপথে হামলার সমস্ত চেষ্টা আমারা ব্যর্থ করে দিয়েছি। আমাদের সেনার সাহসিকতাকে স্যালুট জানাই।"

অপারেশন সিঁদুরের প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ