নয়াদিল্লি: 'আমার মাটি আমার দেশ' (Mera Maati Mera Desh) কর্মসূচির সাহায্যে বদলে যাবে ভারত (India)। এগিয়ে যাবে সব দেশকে টপকে। শুক্রবার নয়াদিল্লিতে (New Delhi) আমার মাটি আমার দেশ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই দাবিই করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। পাশাপাশি চন্দ্রযান ৩ (Chandrayaan-3)-এর সফল অবতরণের ফলে বিজ্ঞানীরা (scientists) অনাবিষ্কৃত অনেক তথ্যও জানতে পারবেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, "চন্দ্রযান ৩ চাঁদের দক্ষিণ মেরুতে (South Pole of the Moon) পৌঁছছে। বিজ্ঞানীরা বলছেন এর ফলে অনেক রহস্যের উন্মোচন হবে। প্রত্যেকটি মানুষকে দেশের উন্নয়নের (development) সঙ্গে যুক্ত করতে হবে এবং এই বিষয়ে কোনও প্রতিকূলতা এলে নেতাদের তার মোকাবিলা করতে হবে।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Union Home Minister Amit Shah at an event in Delhi
"...Chandrayaan-3 has reached the South Pole of the Moon. The scientists say that the many secrets will be unveiled now....Connecting every person to the development of the country and its future is the challenge the… pic.twitter.com/A8ULht4RZK
— ANI (@ANI) September 1, 2023
আমার মাটি আমার দেশ কর্মসূচির ভূয়সী প্রশংসা করে তিনি আরও বলেন, "এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি পরিবার, প্রতিটি মানুষ, প্রতিটি নাগরিক ও প্রতিটি শিশু ভারতকে একটি মহান দেশ (great nation) বানানোর জন্য অবদান রাখবে।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Delhi: Union Home Minister Amit Shah during the 'Mera Maati Mera Desh' event says, "Through this program, every family, every person, every citizen, every child can contribute to make India a great nation." pic.twitter.com/M2ws58fyEL
— ANI (@ANI) September 1, 2023