নতুন দিল্লি, ৩১ আগস্ট: ১০ দিন যাবৎ পোস্ট করোনাভাইরাস কেয়ারে থাকার পর দিল্লির এইমস থেকে বাড়ি ফিরলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। গত ২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রীর করোনাভাইরাস টেস্ট পজিটিভ আসে। এরপর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয়। টুইট করে নিজের সংক্রমণের খবর জানান অমিত শাহ। গত ১৪ আগস্ট তাঁর পরবর্তী করোনাভাইরাস টেস্ট নেগেটিভ হলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। মেদান্ত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর হোম আইসোলেশনে ছিলেন তিনি। সেই সময় আচমকাই দুর্বলতা ও ক্লান্তি অনুভব করতে শুরু করেন। কয়েকদিন এমন চললে গত ১৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রীকে দিল্লির এইমসে ভর্তি করা হয়। আরও পড়ুন-Raman Jauhari: হাসপাতালের কোভিড ওয়ার্ড থেকে পালিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী সমাজবাদী পার্টির কর্মী, বরেলিতে চাঞ্চল্য
টুইট করে নিজের সংক্রমণের খবর জানিয়েছিলেন অমিত শাহ। আবার চিকিৎসকের পরামর্শে যে হাসপাতালে ভর্তি হচ্ছেন, তা জানাতেও ভোলেননি। এমনকী তাঁর সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইেন থাকার আর্জিও জানান তিনি। ২০২০-র অনলাইন দাবা অলিম্পিয়াডেরাশিয়ার সঙ্গে যৌথভাবে জয়ী হয়েছে ভারত। সোনা জয়ের জন্য রবিবার ভারতীয় দাবাড়ুদের অভিনন্দনও জানান অমিত শাহ।