প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জমানায় এই বছরে প্রথমবার শুরু হবে জনগণনা। সম্ভবত আগামী মাস থেকেই এই কাজ শুরু হতে চললেও এখনও দিনক্ষণ সেভাবে ঠিক হয়নি। এই অবস্থায় শনিবার ছত্তিশগড়ের রায়পুরে একটি সাংবাদিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) কাছে জনগণনা নিয়ে প্রশ্ন আসে। শাহ অবশ্য জানান, সঠিক সময়েই জনগণনা শুরু হবে। একবার সিদ্ধান্ত নেওয়া হলে আমি নিজে ঘোষণা করব কবে এবং কীভাবে জনগণনা করা হবে। প্রসঙ্গত, ২০২১-এ এই জনগণনা হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে প্রথমে পিছিয়ে গেলে পরবর্তীকালে মোদী সরকার এই নিয়ে বিশেষ উচ্চবাচ্য করেনি। যদিও পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলি ইতিমধ্যেই গণনা সেরে ফেলেছে। সেদিক থেকে ভারতের কাছে কী কারণে বাধা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বিরোধীরাও। তবে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর, এই নিয়ে প্রধানমন্ত্রী ও সংশিষ্ট আধিকারিকদের সঙ্গে কথাবার্তা চলছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত ঘোষণা করতে পারে মোদী সরকার।
#WATCH | Raipur, Chhattisgarh: When asked about the population census, Union Home Minister Amit Shah says, " It will done at the appropriate time...once decided, I will announce how it will happen and when it will happen" pic.twitter.com/jwsoXZaJy0
— ANI (@ANI) August 24, 2024