গোটা উত্তর ভারতে চলছে শীতের কাঁপুনি। বাংলাতেও বিভিন্ন জেলায় ঠান্ডা ভালই পড়েছে। এরই মাঝে দেশে করোনা ভাইরাস নিয়ে চিন্তা বাড়ছে। শীত পড়তেই দেশজুড়ে ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণের গ্রাফ। সেই সঙ্গে দেখা দিয়েছে করোনার নয়া উপ-প্রজাতি জেএন.১ (JN.1)। করোনার সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে জেএন.১ আক্রান্তের সংখ্যা। দেশজুড়ে উদ্বেগ বাড়াতে কোভিডের এই নয়া স্টেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ৭৭৪ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। সেখানে গত ২৪ ঘণ্টায় ভারতে দু জন করোনায় মারা গিয়েছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে। কোভিডে মৃতদের একজন তামিলনাড়ু ও অপরজন গুজরাটের বাসিন্দা। করোনার নয়া প্রজাতির দাপট বেশ লক্ষ্য করা যাচ্ছে।
দেশে সর্দি-কাশী,জ্বরে আক্রান্তের কেস বাড়লেও করোনা পরীক্ষা সেভাবে হচ্ছে না। করোনা পরীক্ষা বাড়লে কোভিডে আক্রান্তের সংখ্যা আরও অনেকটা বাড়বে বলে বিশেষজ্ঞদের মত। ভারতে নয়া করোনার দাপট সবার আগে শুরু হয় কেরলে। আরও পড়ুন-ছুটি কাটিয়ে রাজ্যে ফিরে ৫ দিনের নিভৃতবাস, কোভিডের নয়া সতর্কতা জারি মহারাষ্ট্রে
দেখুন ছবিতে
Union Health Ministry said the country reported recorded 774 new #Covid19 cases and two deaths in the last 24 hours.
The two new fatalities were reported from Tamil Nadu and Gujarat, according to the Ministry data.#COVID19Update pic.twitter.com/k6GP6U5Hlh
— IANS (@ians_india) January 6, 2024
এদিকে, আমেরিকা যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। গত সপ্তাহে একদিকে মার্কিনীরা যখন বর্ষবরণের আনন্দে মত্ত, তখনই তাদের দেশের ৩৫ হাজারেরও বেশী মানুষ করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন হাসপাতালে। আঁতকে ওঠার মত এই তথ্য দিল জো বাইডেন প্রশাসন। গত এক সপ্তাহে আমেরিকায় ৩৫ হাজারের বেশী মানুষ কোভিডে আক্রান্ত হওয়ায় নড়চড়ে বসেছে প্রশাসন। কিছু প্রদেশে মাস্ক বাধ্যতামূলক করা ও কোভিড প্রোটোকল জারি করার কথা ভাবা হচ্ছে।
মার্কিন মুলুকে সাপ্তাহিক করোনা আক্রান্তের সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১৫ ডিসেম্বর থেকে আমেরিকায় করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকে।