Photo Credits: ANI & Wikimedia Commons

নয়াদিল্লি: কেরলের (Kerala) কোঝিকোড়-সহ বিভিন্ন জেলায় ক্রমশ বাড়ছে নিপা ভাইরাসের (Nipah virus) প্রকোপ।

রবিবার এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Union Health Minister Mansukh Mandaviya) বলেন, "কেরলে বেশ কয়েকজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্য়েই এই বিষয়ে তদন্ত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের (Centre) তরফে একটি দলও পাঠানো হয়েছে। বায়োসেফটি লেবেল ৩ (বিএসএল-৩) (Biosafety level 3) পাঠানো হয়েছে। একটি বাসের মধ্যে বিএসএল-৩ তৈরি করা হয়েছে। কেরলে বিশেষজ্ঞ দল (expert team) রয়েছে তারা যেকোনও পরিস্থিতির (situation) মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছে।" আরও পড়ুন: Uttar Pradesh: তরুণীর ওড়না ধরে টান বাইক আরোহীর, মাঝ রাস্তায় নির্মম মৃত্যু স্কুল ফিরতি ছাত্রীর

দেখুন ভিডিয়ো: