নয়াদিল্লি: বুধবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ খাদ্যশস্য যোজনায় (PM Garib Kalyan Yojana) আরও ৫ বছর তালিকাভুক্ত নাগরিকদের বিনামূল্যে খাদ্যশস্য (Free food grains) দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet)। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) নেতৃত্বে হওয়া ওই বৈঠকে কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থার মাধ্যমে আরও পাঁচ বছর বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
করোনা মহামারির (Covid Pandemic) ফলে লকডাউন শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অধীনে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া চালু করা হয়েছিল। এর মাধ্যমে রেশন কার্ড থাকা ভারতীয় নাগরিকরা প্রতিমাসে পাঁচ কিলো করে হয় গম না হয় চাল পাচ্ছিলেন। অতিরিক্ত খাদ্য সরবরাহ প্রকল্পের মাধ্যমে ছোলাও দেওয়া হচ্ছিল।
প্রসঙ্গত উল্লেখ্য এই মাসের প্রথম দিকে বিভিন্ন নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার বিষয়টি আরও বাড়ানোর বিষয়ে কেন্দ্র পরিকল্পনা নিচ্ছে বলে জানিয়ে ছিলেন। করোনা মহামারি কারণে দেশের গরিব ও নিন্ম মধ্যবিত্ত মানুষের আর্থিক পরিস্থিতি খারাপ হয়ে পড়েছিল। তাদের সুবিধার জন্য ২০২০ সালের এপ্রিল মাসে চালু হয়েছিল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের ফলে ৮০ কোটি মানুষ উপকৃত হচ্ছেন। আরও পড়ুন: Jaunpur Shocker: মদ নিয়ে গণ্ডগোলের জের, বিয়ের আসরে দুই ভাইকে কুপিয়ে খুনে অভিযুক্ত ৬