প্রায় ষাট বছর পর কোন সরকার তৃতীয়বার ক্ষমতায় ফিরে পূর্ণাঙ্গ বাজেট পেশ করছে। আজ মঙ্গলবার, সংসদে মোদী ৩.০ সরকারের ২০২৪-২৫ অর্থবর্ষের জন্যে বাজেট পড়ে শোনাচ্ছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এই নিয়ে টানা সাত বার বাজেট পেশ করছেন তিনি। টোপকে ফেললেন মোরারজি দেশাইয়ের রেকর্ড। ঠিক বেলা ১১টায় ভরা সংসদ ভবনে ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পড়া শুরু করলেন অর্থমর্থী। জানান এর আগে মোদী সরকারের অন্তর্বর্তীকালীন বাজেটে সমাজের চার শ্রেণির উপর জোর দেওয়া হয়েছিল। সেই চার শ্রেণি দরিদ্র, মহিলা, যুবক এবং কৃষক মোদী ৩.০ সরকারের পূর্ণাঙ্গ বাজেটের নজরেও রয়েছে।
অর্থমন্ত্রী বললেন, দেশের ভবিষ্যৎ অর্থাৎ যুব সমাজকে উচ্চ শিক্ষা প্রদানের জন্যে সর্বোচ্চ সাহায্য করবে কেন্দ্র। দেশীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদানে সহায়তা করবে সরকার।
এছাড়া এই বছর কৃষি ও সংশ্লিষ্ট খাতে ১.৫২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি দেওয়া হবে। মহিলাদের আরও বেশি করে স্বনির্ভর করার লক্ষ্যে মহিলাদের দক্ষতা বাড়াতে ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।