উত্তরাখন্ডে বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড বিল প্রস্তাব করতে চলেছেন পুষ্কর সিং ধামির সরকার। বিধানসভায় চারদিনের স্পেশাল সেশনের মধ্যে মঙ্গলবার এই বিল প্রস্তাবিত হতে চলেছে।
রবিবার উত্তরাখন্ডের ক্যাবিনেটের পক্ষ থেকে এই প্রস্তাবে সম্মতি জানানো হয়। যেখানে সমস্ত বর্গের মানুষের জন্য এই আইন লাগু করার কথা বলা হয়। কেন্দ্রীয় আইন এবং বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল জানিয়েছেন ইউনিফর্ম সিভিল কোড বর্তমানে আলোচনার মধ্যে রয়েছে। ল কমিশন অফ ইন্ডিয়ার (Law Commission Of India) পক্ষ থেকে এটিকে খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
এর আগে প্রাক্তন বিচারপতি র নেতৃত্বে পাঁচজনের একটি কমিটি ইউসিসির খসড়া তৈরী করে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেন বলে জানা গেছে। বিবাহ, বিবাহ বিচ্ছেদ, জমি, সম্পত্তি, উত্তরাধীকারী আইনগুলি যাতে সবার জন্য সমান হয় সেই আইন লাগু করা চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে।
মার্চের ২০২২ সালে পুরষ্ক সিং ধামি সরকারের পক্ষ থেকে ইউনিফর্ম সিভিল কোর্ডে একটি খসড়া প্রস্তুত করা হয়।
Uniform Civil Code bill to be tabled in Uttarakhand Assembly today
Read @ANI Story |https://t.co/IOrBh5um5V#UniformCivilCodeBill #UttarakhandAssembly pic.twitter.com/IoYjatEQcK
— ANI Digital (@ani_digital) February 6, 2024