PM Narendra Modi (Photo Credit: X)

UNGA 2025: চলতি মাসের শেষে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বক্তব্য রাখবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে হতে চলা রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের ৮০তম অধিবেশনের সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী মোদীর পরিবর্তে ভারতের হয়ে বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। শুক্রবার প্রকাশিত সংশোধিত বক্তাদের তালিকা অনুযায়ী প্রধানমন্ত্রী পরিবর্তে ভারতের হয়ে বক্তার জায়গায় দেখা যায় জয়শঙ্করের নাম। জুলাই মাসে প্রকাশিত বক্তাদের আগের তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য রাখার দিন ছিল আগামী ২৬শে সেপ্টেম্বর। ওই দিনই রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার কথা ইজরায়েল, চিন, পাকিস্তান আর বাংলাদেশের রাষ্ট্রপ্রধানদেরও। তবে প্রধানমন্ত্রী মোদী এবার সেই মঞ্চে থাকছেন না। অর্থাৎ, যেসব নেতার সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে বারবার তাঁর মুখোমুখি হওয়া হয়েছে, এ বছর তাঁদের সঙ্গে জাতিসংঘে আর একই মঞ্চ ভাগ করতে দেখা যাবে না প্রধানমন্ত্রীকে।

প্রেসিডেন্ট ট্রাম্প বক্তব্য রাখবেন ২৩ সেপ্টেম্বর

রাষ্ট্রসংঘের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯শে সেপ্টেম্বর। সবার আগে বক্তব্য রাখবে ব্রাজিল, তার পরেই মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২৩শে সেপ্টেম্বর বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন। হোয়াইট হাউসে দ্বিতীয় দফায় ফেরার পর এটিই হবে ট্রাম্পের প্রথম রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের ভাষণ।

দেখুন খবরটি

কেন উপস্থিত থাকছেন না প্রধানমন্ত্রী মোদী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অঘোষিত শুল্ক যুদ্ধ ঘোষণার পর এবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার গুরুত্ব আরও বেড়ে গিয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল। তার ওপর আবার এবার রাষ্ট্রসংঘের সাধারণ সভার আসর বসছে ট্রাম্পের দেশে। এমন একটা সর্বোচ্চ মঞ্চে প্রধানমন্ত্রী মোদী কেন বক্তব্য রাখছেন না! এটা কি ভারতের কোন কৌশলগত সিদ্ধান্ত তা নিয়ে কথা হচ্ছে। এবার রাষ্ট্রসংঘের অধিবেশনের মূল আলোচনার কেন্দ্রবিন্দু হল বিশ্বের প্রান্তে চলা যুদ্ধ ও সংঘাত। পাশাপাশি রাষ্ট্রসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপিত হবে।