Bihar-Bhagalpur Bridge Collapse Video: ভাগলপুরে নদীর উপর তাসের ঘরের মতো ভেঙে পড়ল নির্মীয়মান সেতু, ভয়াবহ ভিডিয়ো
Photo Credits: ANI

রবিবার সকালে বিহারের (Bihar) ভাগলপুরে (Bhagalpur) তাসের ঘরের মতো ভেঙে পড়ল (collapses) নির্মীয়মান আগুওয়ানি-সুলতানগঞ্জ সেতু (Under construction Aguwani-Sultanganj bridge)।

দেখুন ভিডিয়ো:

স্থানীয়দের তোলা এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই শিউরে উঠেছেন নেটিজেনরা। এই নিয়ে দ্বিতীয়বার (second time) তৈরির সময় ১৭১০ কোটি টাকার ব্যয়ে নির্মিত সেতুটি ভেঙে পড়ল বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আরও পড়ুন: Monsoon In Kerala: কেরলে বর্ষা আসতে দেরি হবে আরও তিন-চারদিন, জানাল IMD

দেখুন ভিডিয়ো:

ভাগলপুরের ডিডিসি অনুরাগ কুমার জানান, সকাল ৬টার সময় দুর্ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়েই স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থলে গেছেন। আমরা পুল নির্মান নিগমের কাছে এই বিষয়ে রিপোর্ট তলব করেছি।