Representative Image (Photo Credit: File)

নয়াদিল্লিঃ তিরুপতি মন্দির দর্শনে গিয়ে নির্মম পরিণতি দুই ভক্তের। নিয়ন্ত্রণ হারিয়ে দুই তীর্থযাত্রীকে পিষে দিল অ্যাম্বুলেন্স। রবিবার ঘটনাটি ঘটেছে নরসিংহাপুরমের চন্দ্রগিরি মণ্ডলে। জানা গিয়েছে, রাস্তা পেরিয়ে তিরুমালা মন্দিরে যাচ্ছিলেন তীর্থযাত্রীরা। এমন সময় আচমকা নিয়ন্ত্রণ হারয়ে তাঁদের ধাক্কা মারে একটি অ্যাম্বুলেন্স। এই ঘটনায় মৃত্যু হয় পেদ্দা রাদ্দামা(৪০) এবং লক্ষ্যমামা (৪৫) নামে দুই ব্যক্তির। আন্নামায়া জেলার রামসমুদ্রমের বাসিন্দা তাঁরা। ভেঙ্কাটেশ্বরের মন্দির দর্শন করে পায়ে হেঁটে তিরুমালার দিকে যাচ্ছিলেন তাঁরা।

তিরুপতি দর্শনে মর্মান্তিক পরিণতি

এ ছাড়া এই ঘটনায় আহত হয়েছেন বেশকিছু তীর্থযাত্রী। তাঁদের তিরুপতির রুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। জানা গিয়েছে, মাদানপাল্লে থেকে রোগী নিয়ে তিরুপতিতে আসছিল অ্যাম্বুলেন্সটি। পথে এই ঘটনা ঘটে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান অত্যধিক কুয়াশার জন্যই এই ঘটোনা ঘটেছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে চন্দ্রগিরি থানার পুলিশ।

তিরুপতিতে ২ তীর্থযাত্রীকে পিষে দিল অ্যাম্বুলেন্স