
নয়াদিল্লিঃ পুত্র সন্তান(Son) না হওয়ায় নিজের ১৭ দিনের মেয়েকে জলের ট্যাঙ্কে(water Tank) ছুড়ে ফেলে দিল মা। ঘটনায় মৃত্যু হয়েছে ১৭ দিনের ফুটফুটে শিশুর। হাড় হিম করা ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan)ঝুনঝুনু জেলার (Jhunjhunu District) কোতয়ালি এলাকায়(Kotwali Area)। ইতিমধ্যেই খুনের দায়ে ওই তরুণীকে গ্রেফতার করেছে কোতয়ালি থানার পুলিশ।
১৭ দিনের শিশুকে খুন করল মা, গ্রেফতার তঁরুণী
অভিযোগ, দীর্ঘদিন ধরে পুত্র সন্তান চাইত আচকি দেবী নামে ওই তরুণী। বয়স ২২। কিন্তু তার কোল আলো করে আসে এক ফুটফুটে কন্যা সন্তান। আর এতেই মেজাজ ধরে রাখতে পারেনি সে। কোলের শিশুকে খুন করা সিদ্ধান্ত নেয় সে। পরিকল্পনা মতো জলের ট্যাঙ্কে ছুড়ে ফেলে দেয় ১৭ দিনের দুধের শিশুকে। এরপর নিজের হাতেই বন্ধ করে দেয় ট্যাঙ্কের ঢাকনা। দম বন্ধ হয়ে মৃত্যু হয় একরত্তির। গোটা ঘটনার কথা নিজের এক ঘনিষ্ঠ প্রতিবেশীকে জানায় সে। তিনিই ব্যাপারটা সামনে আনেন। ওই তরুণীর বিরুদ্ধে থানায় খুনের মামলা দায়ের করেন তার স্বামী। সেই অভিযোগের ভিত্তিতে ধৃত তরুণীকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালি থানার হাউস অফিসার নারায়ণ সিং বলেন, "অভিযুক্ত মহিলার নাম আচকি দেবী। বয়স ২২। পুত্র সন্তান না হওয়ায় কন্যাকে খুন করে সে। ইতিমধ্যেই খুনের দায়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্টে তোলা হয়েছে।"
পুত্র সন্তান না হওয়ায় ১৭ দিনের মেয়েকে জলের ট্যাঙ্কে ছুড়ে ফেলে দিল মা
Unable To Give Birth To Son, Rajasthan Woman Throws Newborn Into Water Tankhttps://t.co/euLTzcHE7L pic.twitter.com/iBf4RxgtU2
— NDTV (@ndtv) March 18, 2025