নয়াদিল্লি: রাজস্থানের (Rajasthan) ঝুনঝুনু শহরে একটি মর্মান্তিক ও চমকপ্রদ ঘটনা ঘটে গিয়েছে। মৃত বলে বিবেচিত এক যুবক শ্মশানে (Cremation) শেষকৃত্যের আগের মুহূর্তে হঠাৎ জ্ঞান ফিরে পেলেন। চিকিৎসকদের সিদ্ধান্ত ভুল প্রমাণিত করে বেঁচে ওঠেন যুবক। এমন ঘটনায় শ্মশানে উপস্থিত সকলেই চমকে ওঠেন। ঘটনাটি ঘটেছে ঝুনঝুনুর বিডিকে হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, ২৫ বছর বয়সী মূক ও বধির রোহিতাশকে অচৈতন্য অবস্থায় বিডিকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন এবং মৃতদেহ মর্গে রাখা হয়েছে বলে জানিয়ে দেন। এরপর যুবকের দেহ শেষকৃত্যের জন্য শ্মশানে নিয়ে যাওয়া হয়, তবে চিতার উপর রাখা দেহটি হটাৎ শ্বাস নিতে শুরু করে, বেঁচে ওঠেন যুবক। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট হাসপাতালের তিনজন ডাক্তারকে বরখাস্ত করেছে রাজ্য সরকার।
পুলিশ আধিকারিরা বিষয়টি তদন্ত করছে, খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। জেলাশাসক রাম অবতার মীনা বলেছেন, যে বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে এবং পিএমও থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। চিকিৎসা বিভাগের সচিবকেও পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। কালেক্টরের নির্দেশে তহসিলদার মহেন্দ্র মুন্ড এবং সামাজিক বিচার বিভাগের ডেপুটি ডিরেক্টর পবন পুনিয়াও হাসপাতাল পরিদর্শন করেছেন। মীনা আরও বলেন, বিষয়টি তদন্তের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে এবং চিকিৎসা বিভাগের সচিবকে জানানো হয়েছে।