নয়াদিল্লিঃ সদ্য বিবাহিত (Newly Married) স্ত্রীর (Wife) চাহিদা মেটাতে শেষে চুরির (Theft) পথ বাছলেন যুবক। স্ত্রীর শখ মেটাতে গিয়ে চুরি করে পুলিশের জালে যুবক। ঘটনাটি ঘটেছে রাজস্থানে(Rajasthan)। ধৃতের নাম তরুণ পারেখ। মাস খানেক আগেই বিয়ে হয় তাঁর। ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে গ্যাজুয়েশন করার পর একটি সরকারি সংস্থায় চাকরি করতেন তিনি। কিন্তু বিয়ের পর থেকেই পকেটে টান পড়ে। স্ত্রীর বিলাসবহুল জীবনযাপন ও শখ মেটাতে না পেরে শেষমেশ চুরির পথ বাছেন তিনি।
বউয়ের শখ মেটাতে চুরি করে পুলিশের জালে যুবক
পুলিশ সূত্রে খবর, চুরি করার জন্য নিয়মিত জয়পুরে যাতায়াত করতেন তিনি। সম্প্রতি জয়পুরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এক বৃদ্ধা মহিলার সোনার চেন চুরি হওয়ার পরই ছড়ায় আতঙ্ক। এই ঘটনার তদন্তে নেমেই গ্রেফতার করা হয় তরুণকে। এখনও পর্যন্ত কতগুলি অপরাধের সঙ্গে যুক্ত তিনি তা খতিয়ে দেখা হচ্ছে। এই অপরাধমূলক কাজকর্মে তাঁকে কে বা কারা সাহায্য করত খতিয়ে দেখা হচ্ছে তাও।
স্ত্রীর শখ মেটাতে শেষমেশ চুরি, গ্রেফতার সদ্য বিবাহিত যুবক
Unable to fulfil his wife's expensive demands, a Bachelor of Business Administration (BBA) graduate quit job and turned to robbery within days of getting married. The accused, Tarun Pareek, was arrested by police barely a month after his wedding.
According to the police, he… pic.twitter.com/Jwdd9d1DVg
— IndiaToday (@IndiaToday) July 26, 2025