Atiq Ahmed (Photo Credit: IANS)

উমেশ পাল হত্যা মামলায় এবার অন্যতম অভিযুক্ত শায়িস্তা পারভিনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল প্রয়াগরাজ পুলিশ। পাশাপাশি গুড্ডু মুসলিম এবং সাবিরের বিরুদ্ধেও জারি করা হয়েছে লুক আউট নোটিশ।

ইউত্তর প্রদেশ পুলিশের তরফে ইতিমধ্যেই ৫০ হাজার টাকার পুরষ্কার ঘোষণা করা হয়েছে।বহু প্রচেষ্টার সত্বেও কোনভাবেই খোঁজ পাওয়া যাচ্ছে না দুজনের। দেশ ছেড়ে দুজন কোনভাবে পালিয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে এই বিষয়ের কথা মাথায় রেখে আগে ভাগেই এই ৩ জনের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছে পুলিশ। যাতে তারা কোনভাবেই দেশ ছেড়ে পালাতে না পারে।

দেশের সমস্ত ইমিগ্রেশন চেক পয়েন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এই লুক আউট নোটিশ। এপ্রিলের ১৯ তারিখে শায়িস্তার খোঁজে তল্লাশি চালায় উত্তরপ্রদেশ পুলিশ।

আতিক আহমেদের আরও এক আত্মীয় ডঃ আখলাখ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশে ভবানিপুর কমিউনিটি হেলথ সেন্টারে ডাক্তার হিসেবে কর্মরত ছিল সে। তার বিরুদ্ধে গুড্ডু মুসলিমকে বিস্ফোরক সরবরাহের অভিযোগ উঠেছে। তাকে বরখাস্ত করেছে উত্তরপ্রদেশ সরকার।

আতিক আহমেদ এবং তার ভাই আশরাফ এবং আতিকের ছেলের এনকাউন্টারে মৃত্যুর পর থেকেই পলাতক শায়িস্তা।