Umesh Pal, Atiq Ahmed (Photo Credit: File photo)

দিল্লি, ২৪ এপ্রিল: উমেশ পাল (Umesh Pal) খুনে মূল অভিযুক্ত আতিক আহমেদ (Atiq Ahmed) এবং আশরফ আহমেদের হত্যার পর একাধিক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। গত ২৪ ফেব্রুয়ারি আইনজীবী উমেশ পাল খুনের আগে অভিযুক্তরা দেখা করে আতিক আহমেদের ভাই আশরফের সঙ্গে। উত্তরপ্রদেশের বেরিলি জেলে ওই বন্দি ছিল আশরফ আহমেদ। আতিক আহমেদের ছেলে আসাদ ও বেশ কয়েকজনের সঙ্গে বেরিলি জেলে ঢুকে আশরফের সঙ্গে দেখা করে উমেশ পালের হত্যাকারীরা। আতিক আহমেদ এবং আশরফ আহমেদের খুনের পর এবার এমনই একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। যেখানে বেরিলি জেলে আশরফের সঙ্গে দেখা করে সেখান থেকে বেরোতে দেখা যায় উমেশ পালের খুনিদের।

যে সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, সেখানে বেরিলি জেল থেকে বেরোতে দেখা যায় আতিক আহমেদের ছেলে আসাদ, গুড্ডু মুসলিম, আরমান সাদাত, উসমান এবং গুলাম হাসানকে।

আরও পড়ুন: Atiq Ahmed Killing: আতিক আহমদের ভাঙা অফিস থেকে উদ্ধার রক্তমাখা ছুরি, তদন্ত

এবার বেরিলি জেলের যে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে, তার সাহায্যে পুলিশ প্রমাণ করতে সক্ষম বিধায়ক রাজু পাল খুনের একমাত্র সাক্ষী উমেশ পালের হত্যায় হাত ছিল আশরফ আহমেদের। যে ওই সময় বেরিলি জেলে বন্দি ছিল।