নয়াদিল্লি: শনিবার জি ২০ বৈঠকে (G20 summit) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Indian PM Narendra Modi) সঙ্গে আলাপচারিতা ব্যস্ত থাকতে দেখা গেল ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনককে (UK PM Rishi Sunak)।
পরে এই বিষয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনকের অফিস থেকে টুইট করে জানান হয়, আজকে জি ২০ বৈঠকে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরস্পরের সঙ্গে দেখা করেন। ব্রিটেন ও ভারতের (UK-India FTA) মধ্যে বিভিন্ন বিষয়ে সম্পর্ক আরও কী করে উন্নত করা যায় সেই ব্যাপারে ইতিবাচক আলোচনা (productive conversation) করেছেন দুই রাষ্ট্রপ্রধান। পরে তাঁদের আলাপচারিতার ছবি পোস্ট করা হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীর দফতর থেকে। আর ছবিটির শিরোনামে লেখা হয়েছে, নেতারা, পার্টনাররা, বন্ধুরা (Leaders. Partners. Friends)।
UK PM Rishi Sunak and PM Narendra Modi met today at the G20 summit. They discussed the close and growing ties between the UK and India and had a productive conversation on work towards delivering the UK-India FTA," tweets UK PM Rishi Sunak's Office
"Leaders. Partners. Friends."… pic.twitter.com/sjCrJMsYx4
— ANI (@ANI) September 9, 2023