ইম্ফলের আকাশে সন্দেহজনক বস্তুর উপস্থিতি। তল্লাশিতে ২ টি রাফালে জেট ইম্ফলের দিকে পাঠাল ভারতীয় বায়ুসেনা। রবিবার ইম্ফল এয়ারপোর্টের কাছে সন্দেহজনক ওই বস্তুটি দেখতে পাওয়া যায় বলে জানা গেছে।
এয়ারপোর্টের কাছে বেলা ২.৩০ মিনিট নাগাদ সন্দেহজনক বস্তুটিকে দেখা যায় বলে জানা গেছে। যার জেরে বেশ কিছু বার্ণিজ্যিক ফ্লাইট উড়ানের ক্ষেত্রে দেরী হয় বলে জানা গেছে।
প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে জানা গেছে যে সন্দেহজনক ওই বস্তুটি সাক্ষাতেরপরই রাফালে জেট পাঠানো হয়। তবে ঘটনাস্থল বা এলাকায় গিয়ে সেরকম কোন কিছু লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রক।
সন্দেজনক বস্তুটির খোঁজে প্রথমে একটি রাফালে পাঠানো হয় পরে আরও একটি বিমান পাঠানো হয় তল্লাশির জন্য। তবে সন্দেহজনক সেরকরম কিছু পাওযা যায়নি।
সেনার ইর্স্টান কমান্ডের পক্ষ থেকে নিজেদের এক্স হ্যান্ডেলে বিষয়টির বিবৃতি দেওয়া হয়েছে। কিছুদিন আগেই পূর্বী আকাশে মহড়ায় অংশ নিতে দেখা যায় ফাইটার জেট রাফালেকে।
Indian Air Force scrambled 2 Rafale fighter jets to search for 'UFO' sighted near Imphal
Read @ANI Story | https://t.co/ejDsAjqQGp#IndianAirForce #rafale #UFO pic.twitter.com/dm53tdHEQo
— ANI Digital (@ani_digital) November 20, 2023