চেন্নাই, ২৮ সেপ্টেম্বর: বাবা করুনানিধির কুর্সিতে ছেলে এমকে স্ট্যালিন বসেছেন। এবার ফের বাবা স্ট্যালিনের কুর্সিতে ছেলে উদয়নিধি (Udhayanidhi Stalin)কে বসানোর চূড়ান্ত ধাপটাও সেরে ফেলল ডিএমকে। তামিলনাডুর সিংহাসনে এবার বাবা-ছেলে জুটি।মুখ্যমন্ত্রী বাবা এমকে স্ট্যালিন তার ডেপুটি হিসেবে নিয়োগ করলেন তার ছেলেকে। এদিন তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হিসেবে৪৬ বছরের উদয়নিধি স্ট্যালিনের নাম ঘোষণা করল ডিএমকে সরকার। এতদিন উদয়নিধি রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে কাজ করছিলেন। তামিল সিনেমায় নায়ক হিসেবে কাজ করা উদয়নিধি এবার তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রীর দায়িত্বও সামলাবেন। আগামিকাল, রবিবার দুপুর সাড়ে ৩টেয় চেন্নাইয়ে রাজভবনে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন উদয়নিধি।
ক বছর আগে সনাতনি ধর্ম নিয়ে বিতর্কিত কথা বলে সর্বভারতীয় সংবাদমাধ্যমে খবরে এসেছিলেন উদয়নিধি। চাপের মুখে পড়ে ক্ষমাও চেয়েছিলেন উদয়নিধি। বেফাঁস মন্তব্য উত্তর ভারতে কংগ্রেসের ভোটব্যাঙ্কে ফাটল ধরানোর অভিযোগও উঠেছিল স্ট্যালিন পুত্রের বিরুদ্ধে। উদয়নিধিকে উপমুখ্যমন্ত্রী করায় স্ট্যালিনের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি ও এআইএডিএমকে।
তামিলনাড়ু রাজনীতির বটবৃক্ষ হিসেবে পরিচিত এম করণানিধি ১৯৬৯ সাল থেকে ২০১৮ পর্যন্ত নানা সময়ে চারবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হন। করুণানিধির মৃত্যুর পর তাঁর ছেলে এমকে স্ট্যালিন বিপুল ভোটে ২০২১ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জিতে প্রথমবার রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন। ৭১ বছরের স্ট্যালিন তিন বছর মুখ্যমন্ত্রী থাকার পর ছেলে উদয়নিধি-কে ডেপুটি পদে নিয়ে এসে বুঝিয়ে দিলেন, আগামী দিনে তাঁর কুর্সিতে পুত্রকেই বসাতে চান। জোর জল্পনা, ২০২৬ তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে উদয়নিধিকে তুলে ধরতে পারে ডিএমকে।
তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী হলেন উদয়নিধি স্ট্যালিন
🚨Udhaynidhi Stalin has been made the Deputy Chief Minister of Tamil Nadu! There’s portfolio shuffle too… #TNCabinet #UdhayanidhiStalin pic.twitter.com/FxisrigXxX
— Chennai Updates (@UpdatesChennai) September 28, 2024
তামিল রাজনীতিতে এখন শুধু ডিএমকে-র দাপট। জয়ললিতার মৃত্যুর পর AIADMK দলীয় কোন্দলে জর্জরিত হয়ে প্রাসঙ্গকিতা হারিয়েছে। বিজেপিও একেবারেই সুবিধা করতে পারছে না দ্রাবিড়ীয় রাজনীতিতে। ডিএমকে-ক জোটসঙ্গী হিসেবে কংগ্রেস বেশ ভাল করছে।