নয়াদিল্লি, ৬ ডিসেম্বর: ৫ ডিসেম্বর সন্ধ্যে হতেই জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে(JNU) হামলা। মুখোশধারী জনা পঞ্চাশেক দুষ্কৃতী হাতে লাঠি,ইট,পাথর নিয়ে নির্মমভাবে হামলা চালায় পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের উপর। গতকাল অর্থাৎ রবিবার বিকেলের এই ঘটনাটিকে ১২ বছর আগের ২৬/১১-র(26/11 Mumbai Attack) হিংসাত্মক ঘটনার সঙ্গে তুলনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Uddhav Thackeray)। মুম্বইয়ের(Mumbai) বান্দ্রায় নিজের বাসভবনে সোমবার সাংবাদিক বৈঠক করেন ঠাকরে। সেই বৈঠকেই একথা জানান তিনি।
#WATCH Maharashtra Chief Minister Uddhav Thackeray on JNU violence: What was the need for attackers to wear masks? They were cowards. I was watching on TV and it reminded me of the 26/11 Mumbai terror attack. I will not tolerate such attacks in Maharashtra pic.twitter.com/LR1kpctk8K
— ANI (@ANI) January 6, 2020
এদিন সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, "জেএনইউ-র এই হামলা আমাকে ২০০৮-র মুম্বইয়ের ভয়াবহ জঙ্গি হামলার কথা মনে করিয়ে দিচ্ছে। মুখোশ পরে কাপুরুষের মত হামলা কেন চালাল দুষ্কৃতীরা। টিভিতে দেখছিলাম ঘটনাটি। গোটা ঘটনাটি দেখে ২৬/১১-র ঘটনার কথাই মনে পড়ল আমার। মহারাষ্ট্রে এই ধরণের আক্রমণ আমি একেবারেই বরদাস্ত করব না। অবিলম্বে দিল্লির বিশ্ববিদ্যালয়ে হামলাকারীদের খুঁজে উচিত শাস্তি দেওয়া উচিত।"আরও পড়ুন: A. R. Rahman's Birthday: ৯ বছর বয়সে বাবা-কে হারিয়েছিলেন, টাকার জন্য বিক্রি করতে হয়েছিল বাদ্যযন্ত্রও