Sanjay Raut. (Photo Credits: Twitter)

মুম্বই, ১২ জুন: আগামী মাসে দেশে রাষ্ট্রপতি নির্বাচন। সংখ্যার যা অবস্থা তাতে দেশের শাসক দলের প্রার্থীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে হল বিরোধী দলগুলিকে একজোট হতেই হবে। আর তাই দেশের সব অবিজেপি দলগুলিকে নিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ঝাঁপাতে আগামী বুধবার ১৫ জুন দিল্লিতে বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনকে ২০২৪ লোকসভা নির্বাচনে বিরোধী ঐক্যের মঞ্চ হিসেবে দেখছেন মমতা। ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় সংস্থাগুলিকতে কাজে লাগিয়ে যেভাবে গোটা দেশে বিরোধীদের চাপে রাখার কৌশল নিয়েছে বিজেপি, তার বিরুদ্ধে বিরোধী ঐক্যের কথা বারবার বলেছেন মমতা।

মমতার ডাকা সাড়ে দিয়ে কী দিল্লিতে বুধবার বিরোধী দলগুলির বৈঠকে যাবে শিবসেনা? দীর্ঘদিন বিজেপি-র নেতৃত্বে গড়া এনডিএ-র বিশ্বস্ত সঙ্গী শিবসেনা এখন মহরাষ্ট্রে কংগ্রেস ও এনসিপি-র সঙ্গে রাজ্যে ক্ষমতায় আছে। বিজেপি-র বিরুদ্ধে এখন সব সময় তোপ দাগে বাল ঠাকরের দল। বুধবার মমতার বৈঠকে তাই শিবসেনার উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।

দেখুন টুইট

বুধবার রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দিল্লিতে মমতার বিরোধী দলগুলির বৈঠক নিয়ে শিবসেনার মুখপাত্র তথা সাংসদ সঞ্জয় রাউত জানালেন,"আগামী ১৫ জুন উদ্ভব ঠাকরে দিল্লিতে মমতাজি-র বৈঠকে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন। তবে সেদিন মানে ১৫ জুন তারা অযোধ্যা যাচ্ছেন। এটা অনেক দিন আগেই ঠিক ছিল। আমাদের অনেক বড় নেতাই অযোধ্যায় থাকছেন।"ফলে মমতার বৈঠকে উদ্ভ ঠাকরের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠল।

রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। রাষ্ট্রপতি নির্বাচনের (Presidential Elections) ভোটপর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৮ জুলাই। ভোটগণনা ও ফল প্রকাশ আগামী ২১ জুলাই।