জয়পুর, ৫ জুলাই: যত দিন গড়াচ্ছে, তত সামনে আসছে উদয়পুরে (Udaipur) দর্জি খুনে একের পর এক ভয়ঙ্কর তথ্য। উদয়পুরে কানাইয়ালাল খুনে জড়িত মহম্মদ ঘাউস এবং রিয়াজ আটারি যে ছুরি ব্যবহার করে, তা নিজেদের হাতে তৈরি। রিয়াজ আটারি নিজের হাতে ছুরি তৈরি করে আইসিসের কায়দায় কানাইয়ালালের গলা কেটে তাঁকে হত্যা করে বলে খবর।
পুলিশি (Police) জিজ্ঞাসাবাদে রিয়াজ আটারি জানিয়েছে, গত ৯ জুন ইদের সময় রিয়াজ আটারি পরপর ৬টি ছুরি তৈরি করতে দেয়। নিজেরা ডিজাইন করে মহসিন মুরগেওয়ালার কাছে ওই ছুরি তৈরি করতে দেয় বলে খবর। কানাইয়ালালের খুনের পর এনআইএ ইতিমধ্যেই মহসিনকে আটক করেছে। কীভাবে উদয়পুরের ওই দর্জিকে খুন করা হয়, তদন্তের জেরে তার প্রায় সবকিছু প্রকাশ্যে আসতে শুরু করেছে বলে খবর।
আরও পড়ুন: Sikkim: সিকিমে আফ্রিকান মাছির হানাদারি, হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ, আক্রান্ত ১০০ পড়ুয়া
রিপোর্টে প্রকাশ, গত ২৮ জুন করাচির (Karachi) দাওয়াত-ই-ইসলামির দুই সদস্য উদয়পুরে হাজির হয়। রাজস্থানে হাজির হয়ে এরপর মহসিনের কাছ থেকে ছুরি সংগ্রহ করে কানাইয়ালালকে নৃশংসভাবে হত্যা করে বলে খবর।