জয়পুর, ২৯ জুন: উদয়পুরে (Udaipur) কানাইয়ালালের মৃতযুর ঘটনায় গাউস মহম্মদকে গ্রেফতার করা হয়েছে। ধৃত গাউস মহম্মদের সঙ্গে পাকিস্তানের চরমপন্থী সংগঠন দাওয়াত-ই-ইসলামির যোগ রয়েছে। এমনই জানালেন রাজস্থানের পুলিশ প্রধান।
Ghouse Mohammad, involved in tailor killing in Udaipur, has links with Pakistan-based Dawat-e-Islami organisation: Rajasthan Police chief
— Press Trust of India (@PTI_News) June 29, 2022
এদিকে পুলিশ (Police) সময় মতো পদক্ষেপ করলে, জীবিত থাকতেন তাঁদের বাবা।এমনই দাবি করলেন কানাইয়ালালের দুই ছেলে যশ এবং তরুণ। কানাইয়ালালের ছেলেরা জানান, তাঁদের বাবা ভুলবশত সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোষ্ট শেয়ার করে ফেলেন। যার জন্য তাঁকে গ্রেফতার করা হয়। পরে তিনি ছাড়া পেয়ে পুলিশের কাছে ভুল স্বীকার করেন। ওই ঘটনার পরও তাঁদের বাবা নিয়মিত হুমকি পেতেন। যা পুলিশকে বার বার জানানো সত্ত্বেও, কোনও পদক্ষেপ করা হয়নি।
আরও পড়ুন: Udaipur Killing: 'পুলিশ ঠিক সময় পদক্ষেপ করলে বাবাকে হারাতে হত না' আক্ষেপ নিহত দর্জির ছেলেদের
পুলিশ সময় মতো পদক্ষেপ করলে, তাঁদের বাবা জীবিত থাকতেন বলে মন্তব্য করেন কানাইয়ালালের দুই ছেলে।