শ্রীনগর, ৩ ডিসেম্বরঃ অভিনব উদ্যোগ উবের ইন্ডিয়ার (Uber India)। এবার থেকে উবের অ্যাপের মাধ্যমে শ্রীনগরের (Srinagar) ডাল লেকে (Dal Lake) শিকারা যাত্রা বুক করা যাবে। ঐতিহ্য এবং প্রযুক্তির এক নিখুঁত মিশ্রণ ঘটিয়েছে এই পরিবহণ অ্যাপ। চালু করেছে উবের শিকারা (Uber Shikara)। জম্মু কাশ্মীর (Jammu and Kashmir) এমনিতেই ভারতের 'মোস্ট ওয়ান্টেড' পর্যটন ক্ষেত্র। পর্যটকদের আরও বেশি করে আকর্ষণ করতে এবং শিকারা চালকদের আর্থিক উন্নয়নের জন্যেই এই উদ্যোগ নিয়েছে উবের ইন্ডিয়া।
ভারতের প্রথম অ্যাপ নির্ভর জল পরিবহণ ব্যবস্থা চালু হওয়ায় বেশ খুশি জম্মু কাশ্মীরের সাধারণ মানুষ। মুখে হাসি ফুটেছে শিকারা বা হাউস বোট চালকদের। উবের ইন্ডিয়ার এই অভিনর উদ্যোগের প্রশংসা করে এক হাউস বোট মালিক বলেন, 'খুবই ভালো পদক্ষেপ। এখানকার স্থানীয় মানুষ এবং পর্যটক দুই পক্ষেরই সুবিধা হবে এতে'।
উবেরের তরফে জানানো হয়েছে, পর্যটকেরা জম্মু কাশ্মীর পৌঁছনোর আগেই বাড়ি বসে তাঁদের শিকারা যাত্রার অগ্রিম বুকিং করে রাখতে পারবেন। যাত্রার ১২ ঘণ্টা আগে থেকে শুরু করে ১৫ দিন আগে পর্যন্ত করা যাবে বুকিং। পাশাপাশি এও জানানো হয়েছে, শিকারার ভাড়া বাবদ যাত্রীদের থেকে যে ভাড়াটি নেওয়া হবে তা পুরোটাই পাবেন শিকারা চালকেরা।
ভারতের প্রথম অ্যাপ নির্ভর জল পরিবহণ ব্যবস্থা শ্রীনগরে...
#WATCH | Jammu & Kashmir | Uber launches Shikara bookings in Srinagar's Dal Lake pic.twitter.com/L7XxQcyCWr
— ANI (@ANI) December 3, 2024
উবের ইন্ডিয়ার পদক্ষেপকে স্বাগত জানিয়ে কাশ্মীর পর্যটন ডেপুটি ডিরেক্টর দীবা খালিদ বলেন, 'পর্যটকদের সুবিধার্থে শিকারাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা খুবই ভালো পদক্ষেপ। এই উদ্যোগ আগামী দিনে শ্রীনগরে আরও বেশি করে পর্যটক আকর্ষণ করবে।