(Photo: IANS)

বেঙ্গালুরু, ২৮ এপ্রিল: বিমানবন্দরে অবতরণের আগেই ফেটে গেল বিমানের চাকা (Tyre Bursts। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর কেম্পেগৌদা আন্তর্জাতিক বিমানবন্দরে। থাই এয়ারওয়েজের (Thai Airways) একটি বিমানের চাকা ফেটে যায়। যদিও সুরক্ষিত আছেন বিমানে থাকা অন্তত ১৫০ জন যাত্রী এবং বিমান কর্মীরা। সূত্রের খবর, বৃহস্পতিবার বিমানটি বেঙ্গালুরু থেকে ব্যাঙ্কক রওনা দেবে।

২৫৬ আসনের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার (Boeing 787-8 Dreamliner Aircraft) বিমানটি ব্যাঙ্কক থেকে যাত্রা করেছিল এবং মঙ্গলবার রাত ১১টা ৩২ মিনিটে বেঙ্গালুরুতে অবতরণ করেছিল। টায়ার ফেটে যাওয়া সত্ত্বেও টারমাকে নিরাপদে অবতরণ করেছিল বিমানটি। বেঙ্গালুরু বিমানবন্দরের কর্তৃপক্ষ বলেছে যে যাত্রী এবং বিমানকর্মীরা বরাত জোরে বেঁচে গিয়েছেন। আরও পড়ুন: PM Modi To Visit Assam: বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের সূচনা করতে আজ অসম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অবতরণের পর বিমানটি পরিদর্শনের জন্য নিয়ে যাওয়া হয়। বুধবার বেঙ্গালুরু থেকে ব্যাঙ্কক যাওয়ার কথা ছিল এটির। কিন্তু ঘটনার পরে উড়ান বাতিল করা হয়েছিল। আজ সেটি ব্যাঙ্কক রওনা দেবে বলে সূত্রের খবর।