অভিযুক্তদের ধাওয়া করতে গিয়ে পুলিশের গাড়িতে ঘটল দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি হল বিহারের (Bihar) মধুবনী জেলার মাধবপুর থানা এলাকার পিরোখার গ্রাম। পুলিশের গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে এক যুবকের মৃত্যু হয় এবং অপরজনের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। সেই খবর সামনে আসতে পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করে গ্রামবাসীরা। ছোড়া হয় ইট, পাথর। পাল্টা নিজেদের আত্মরক্ষার জন্য শূন্যে গুলি চালায় পুলিশও। তাতে পরিস্থিতি আরও মাত্রা ছাড়ায়। যদিও ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত্যু দুই যুবকের
শনিবার সকালে ডায়াল ১১২-তে খবর আসে যে দুই যুবক বাইকে করে মদ পাচার করছে। খবর পেয়েই ঘটনাস্থলে এসে তাঁদের পিছু নেয় পুলিশের একটি টিম। যুবকদের ধরতে গিয়ে পিরোখার গ্রামের কাছে একটি ব্রিজের সামনে বাইকে গাড়ির ধাক্কা লাগে। আর তাতেই একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়। আরেকজনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁরও মৃত্যু হয়। দুজনেই সীতামারি জেলার পুপরি থানা এলাকার সিঙ্গিয়াহি গ্রামের বাসিন্দা। দুজনের দেহই আপাতত ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
সাসপেন্ড কপেরা হয়েছে পুলিশ আধিকারিককে
এদিকে এই ঘটনার পর থেকে ক্ষোভ ছড়ায় গ্রামবাসীদের মধ্যে। তাঁরা প্রতিবাদ করতে শুরু করে। পরে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং বাইক ও বাইকের মধ্যে থাকা মদের বোতলগুলিও উদ্ধার করা হয়। এদিকে অভিযুক্ত পুলিশ আধিকারিক এএসআই চন্দ্রমোহন সিং ও তাঁর টিমকে সাসপেন্ড করেছে পুলিশ।