নয়াদিল্লিঃ দিনে-দুপুরে অপহরণের(Kidnap Case) ঘটনা। চার বছরের শিশুকে অপহরণের অভিযোগে গ্রেফতার দুই মহিলা। অভিযুক্তদের নাম হেমাবতী ও খুরশিদ ওরফে কমলা। দু'জনেরই বয়স ৪৩। হেমাবতী যশবন্তপুরের একটি পার্লারে কাজ করেন।
জানা গিয়েছে, নিখোঁজ শিশুর বাবার নাম আমরাইয়া। পেশায় অটোচালক তিনি। পুলিশের কাছে তিনি অভিযোগ জানান, তাঁর চার বছরের শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে মায়ের সঙ্গে থাকাকালীন উধাও হয়ে যায় শিশুটি। তদন্ত শুরু করে পুলিশ। খতিয়ে দেখা হয় এলাকার সিসিটিভি ফুটেজ। সেই সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই দুই অভিযুক্তকে ধরে ফেলে পুলিশ। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে কয়েক বছর আগে বিয়ে ভেঙে যায় অভিযুক্ত হেমাবতীর। এরপর থেকে একা থাকারই সিদ্ধান্ত নেন। তবে সন্তানের মা হওয়ার ইচ্ছে ছিল তাঁর। তাই এই কাণ্ড ঘটান তিনি এমনটাই দাবি করেন হেমাবতী। এই ঘটনায় বন্ধু খুরশিদের সাহায্য নেন তিনি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ। রতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
মা ডাক শোনার ইচ্ছে, দিনে-দুপুরে শিশুকে অপহরণ অবিবাহিত মহিলার
The #Bengaluru Police have arrested Pushpalatha,a woman hired to care for a 4yr old #dog (₹23k/month),after CCTV footage revealed her violently throwing the pet inside a lift,leading to its death,allegedly out of anger.Court granted PC for further investigation. @bhagalurups pic.twitter.com/374LHh4jxi
— Yasir Mushtaq (@path2shah) November 3, 2025