Representational Image (Photo Credit: X)

ওড়িশার ভুবনেশ্বরে (Bhubaneswar) একটি হোটেলে বসেছিল মধুচক্রের আসর। লুকিয়ে ভালোই ব্যবসা ফেদেছিলেন দুই মহিলা। তবে সেখান থেকে এক নাবালিকা পালিয়ে যেতেই পুলিশের জালে বন্দি হলেন দুই অভিযুক্ত। শনিবার সকালে লক্ষ্মীসাগর থানা এলাকায় ওই হোটেলে তল্লাশি অভিযান চালিয়ে আরও ৩ তরুণীকে উদ্ধার করে। জানা যাচ্ছে, ওড়িশা সহ ভিনরাজ্যে কিশোরী ও নাবালিকাকে অপহরণ করে দেহব্যবসায় ঠেলে দেয়। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

গ্রেফতার ২ মহিলা

জানা যাচ্ছে, সম্প্রতি এক বছর ১৬-এর কিশোরী অসুস্থ অবস্থায় ক্যাপিটাল থানায় পৌঁছায়। তাঁর জামাকাপড় ছেড়া ছিল ও শরীরে ছিল আঘাতের চিহ্ন। তড়িঘড়ি তাঁর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলে পুলিশের কাছে সমস্তটা জানায়। সেই অনুযায়ী লক্ষ্মীসাগর থানা পুলিশের সঙ্গে যৌথভাবে ওই এলাকায় তল্লাশি চালাতে গিয়ে একটি হোটেল থেকে ৫ জন মহিলাকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ২ মহিলা এই দেহব্যবসার সঙ্গে যুক্ত ছিল। তাঁদের আটক করা হয়।

নাবালিকা ভিনরাজ্যের বাসিন্দা

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, নাবালিকা প্রথমদিকে খুব আতঙ্কে ছিল। সেই কারণে সে কিছু বলতে চাইছিল না। তবে সুস্থ ও স্বাভাবিক হতেই সে সমস্তটা জানায়। তারপরেই তল্লাশি চালিয়ে মধুচক্র থেকে আরও ৩ জনকে উদ্ধার করা হয়। নাবালিকা ঝাড়খণ্ডের বাসিন্দা। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। বাকিদের উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।