নয়াদিল্লিঃ বাড়িতে (Family) না জানিয়ে স্কুল ফাঁকি দিয়ে পিকনিক(Picnic)। ঝর্ণার জলে তলিয়ে মর্মান্তিক পরিণতি দুই স্কুল পড়ুয়ার। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জবলপুরে। জানা গিয়েছে, দুই বান্ধবীর নাম শ্রুতি যাদব ও দেবাংশী কোরি। নবম শ্রেণির ছাত্রী। এদিন স্কুল ফাঁকি দিয়ে ভদভদা ঝর্ণার ধারে পিকনিক করতে গিয়েছিল তারা। সঙ্গে ছিল অন্যান্য বন্ধুবান্ধবেরা। এদিন আচমকাই ঝর্ণার জলে পা ডোবাতে গিয়ে তলিয়ে যায় একজন। তাকে বাঁচাতে গিয়ে তলিয়ে যায় অপরজন। বহু খোঁজাখুঁজির পর না পেয়ে বাড়ি ফিরে আসে বাকি বন্ধুরা। তারাই পরে পরিবার ও পুলিশে খবর দেয়। রঞ্জি থানায় দায়ের করা হয় অভিযোগ। ডুবুরি নামিয়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মৃতদেহগুলি। এরপর ময়নাতদন্তে পাঠানো হওয় দেহগুলি। নিছক দুর্ঘটনা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত বাকি বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। একই সঙ্গে উদ্বেগে ওই স্কূলের অন্যান্য পড়ুয়াদের অভিভাবকেরা। এই ঘটনায় এখনও পর্যন্ত স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে পিকনিক, ঝর্ণার জলে পা ভেজাতে গিয়েই সব শেষ!
जबलपुर: भदभदा पिकनिक मनाने गई दो छात्राओं की डूबने से मौत https://t.co/WhXsJSBzqW #javascript #programming
— Palpalindia.com (@PalpalIndia) November 5, 2025