নয়াদিল্লিঃ জম্মু কাশ্মীরে (Jammu and Kashmir) ভয়াবহ পথ দুর্ঘটনা(Road Accident)। অমরনাথ (Amarnath Yatra 2025) থেকে ডিউটি সেরে ফেরার পথে প্রাণ গেল দুই পুলিশ অফিসারের। আহত আর এক অফিসার। জানা গিয়েছে, মৃত পুলিশ অফিসারদের নাম সচিন বর্মা ও শুভম। আর আহত হয়েছেন মস্তান সিং নামে আর এক পুলিশ অফিসার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের লসজানের তেঙ্গানে। পুলিশের গাড়িতে চেপে অমরনাথ থেকে ফিরছিলেন ওই তিন পুলিশ অফিসার। পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি।
জম্মু কাশ্মীরে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ২ পুলিশ অফিসারের
স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সচিন ও শুভমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালেই ভর্তি মস্তান সিং নামে আহত পুলিশ অফিসার। পুলিশ সূত্রে খবর, মৃত সচিন বর্মা ইন্ডিয়া রিজার্ভ পুলিশের ২৩ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন। জম্মু কাশ্মীরের শ্রীনগরের পাঠানচকে কর্তব্যরত ছিলেন তিনি। আর শুভম আইআরপির ২১ নম্বর ব্যাটালিয়নে ছিলেন। পুলওয়ামার অবন্তীপোরায় পোস্টিং ছিল তাঁর। আর আহত মস্তান সিং আইআরপির ২৩ নম্বর ব্যাটালিয়নে কর্মরত।
অমরনাথ থেকে ডিউটি সেরে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল ২ পুলিশ অফিসারের, আহত আরও ১
Deeply pained by the tragic loss of PSI Sachin Verma and PSI Shubham, who lost their lives in a road accident while returning after performing Amarnath Yatra duty. Their dedication and service to the people of Jammu & Kashmir will always be remembered. pic.twitter.com/MQcl3Z8xXA
— Daily News Express j&k (@DailyNewsExp) August 11, 2025