রবিবাসরীয় সকালে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের লখনউয়ের (Lucknow) গুডাম্বা এলাকা। বিস্ফোরণে উড়ে গেল আতশবাজি কারখানা ও পাকা বাড়ির একাংশ। দুর্ঘটনায় মৃত ২, আহত পাঁচ। যাঁদের মধ্যে অধিকাংশ শিশু রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতরা সম্পর্কে স্বামী ও স্ত্রী। ঘটনাস্থল পরিদর্শনে ইতিমধ্যেই ফরেন্সিক ও বম্ব স্কোয়াড বিভাগের আধিকারিকরা এসেছেন। তাঁরা পরীক্ষা নিরিক্ষা চালাচ্ছেন।
বিস্ফোরণে আহত ৫
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কারখানায় বেআইনি বাজি বা বিস্ফোরক মজুত ছিল, যে কারণ বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানা লাগোয়া একটি বাড়ির একাংশ উড়ে যায়। মৃতদের মধ্যে একজনের নাম আলম এবং অপরজন ছিলেন তাঁর স্ত্রী। তাঁদের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। এই দুর্ঘটনায় তাঁরাই মূল অভিযুক্ত। তাঁদের সন্তান সহ মোট ৫ জন এই দুর্ঘটনায় আহত হয়েছে। তাঁদের মধ্যে ৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ২ জন একনও হাসপাতালে্ ভর্তি।
এলাকাবাসীদের অভিযোগ
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানা হওয়ায় দীর্ঘদিন ধরে প্রতিবাদ করেছেন তাঁরা। প্রশাসন সবকিছু জানা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি। যার ফলে রবিবার দুর্ঘটনাটি ভয়াবহ আকার ধারণ করে।