নয়াদিল্লিঃ হাসপাতালের (Hospital) নিওনেটাল ইনটেন্সিভ কেয়ার ইউনিটে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর(Rats)। আর ইঁদুরের কামড়ে মৃত্যু দুই সদ্যজাতর। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের মহারাজা যশবন্তরাও হাসপাতালে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশে। এই ঘটনায় বরখাস্ত করা হয় দুই নার্সকে। পাশাপাশি গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশের মানবাধিকার কমিশন।
হাসপাতালে মৃত্যু সদ্যজাতর
জানা গিয়েছে, শিশুর ওজন ছিল মাত্র ১.২ কেজি। শিশুর শরীরে হিমোগ্লোবিনের মাত্রা অত্যন্ত কম ছিল। এছাড়া ফুসফুসের জটিলতা এবং অন্যান্য জন্মগত ত্রুটি থাকায় তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল তাকে। সেখানে থাকাকালীন তাকে কামড়ায় ইঁদুর। শুধু তাই নয়, ওই ওয়ার্ডেই ভর্তি ছিল আরও দুই শিশু। ইঁদুরের কামড়ে মৃত্যু হয় তাদের মধ্যে এক শিশুর। এই ঘটনা জানাজানি হতেই আকাঙ্ক্ষা বেঞ্জামিন এবং শ্বেতা চৌহান নামে দুই নার্সিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে গোটা ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছে মধ্যপ্রদেশের স্বাস্থ্য দফতর। পাশাপাশি গোটা ঘটনায় হস্তক্ষেপ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে কমিশনের তরফে।
সদ্যজাতর দেহ খুবলে খেল ইঁদুর, হাসপাতালে মৃত্যু শিশুর
Two newborn babies were attacked by rats at the government-run Maharaja Yashwantrao Hospital in Madhya Pradesh's Indore.
One of these two infants - a girl - died of pneumonia on Tuesday, an official said.
Following the incident of rat attack, the hospital suspended two nursing… pic.twitter.com/FueDMcwNcJ
— The Siasat Daily (@TheSiasatDaily) September 2, 2025