মর্মান্তিক দুর্ঘটনা ঘটল বিহারের গোপালগঞ্জে (Gopalganj)। রবিবার দুপুরে বারহিমা বাজারের কাছে একটি সিআরপিএফ জওয়ানের বাসে ধাক্কা মারে মালবোঝাই ট্রাক। আর তাতেই মৃত্যু হয় দুই জওয়ানের। আহত হয়েছেন ১০-১৫ জনের। যাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। জানা যাচ্ছে, বাসটি সুপউল জেলায় যাচ্ছিল তৃতীয় দফার নির্বাচনের জন্য।
জানা যাচ্ছে, এদিন দুপুরে মধ্যাহ্নভোজনের বারহিমা বাজারের কাছে একটি ধাবায় থেমেছিল কেন্দ্রীয় বাহিনীর বাসটি। সেই সময় পেছন থেকে একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ানের। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় পুলিশকে খবর দিলে তাঁরা তড়িঘড়ি ঘটনাস্থলে আসে। আহত সেনাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
#WATCH | Gopalganj, Bihar: Two jawans died and 10-15 were injured in a massive collision between a bus of security personnel on election duty and a container.
Gopalganj SP Swarn Prabhat says, "They were on election duty. They had stopped at a Dhaba at the side of the highway to… pic.twitter.com/szRh43Tahw
— ANI (@ANI) April 28, 2024
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘাতক ট্রাকের চালক ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গিয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিকে মৃত জওয়ানদের পরিচয় জানা গিয়েছে, একজন পুনিয়ার বাসিন্দা অশোক কুমার উরাওন এবং অপরজন বেতিহার বাসিন্দা পবন মাহাতো। মৃত জওয়ানের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।