সাতসকালে গ্রামের গাছে ঝুলছে দুটি মেয়ের মৃতদেহ। এরমধ্যে একজন আবার নাবালিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফারুক্কাবাদ থানা এলাকার ভাগুতিপুর গ্রামে (Bhagautipur Village)। জানা যাচ্ছে মৃতদের মধ্যে একজনের বয়স ছিল ১৮ বছর এবং অপরজনের বয়স ছিল ১৫ বছর। দুজনে ভালো বন্ধু ছিল, এবং বাড়িও পাশাপাশি ছিল বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই এসে দেহদুটি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, গ্রামের একটি গাছের মোটা ডালে একটি ওরনার মাধ্যমে একপ্রান্তে তরুণীর দেহ ঝুলছিল এবং অপরদিকে কিশোরীর দেহ ঝুলছিল। হাতে পায়ে অন্য কোনও চোট নেই বলেই খবর। ইতিমধ্যেই দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত তরুণীর বাবার বক্তব্য, দুজনেই খুব ভালো বন্ধু ছিল। একসঙ্গে খাওয়াদাওয়া, ঘোরাফেরা সবই করত। গতকাল রাতে দুজনে একসঙ্গে শুয়েছিল। তবে কখন তাঁরা ঘর থেকে বেরিয়েছিল তা কেউ জানেন না। সকালে তাঁদের না পাওয়া যেতেই দুই পরিবার একসঙ্গে আশেপাশে খোঁজাখুজি শুরু করে, তারপরেই তাঁদের দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাঁদের মেয়েদের খুন করা হয়েছে। তবে পুলিশ অনার কিলিং বা প্রেমঘটিত কারণে মৃত্যুর তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। সেই ফোনটি কার সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
#WATCH | The father of one of the deceased, Rambir says, "I think both have been killed and then hanged. We have no enmity with anyone... Things will become clearer after the postmortem." https://t.co/Fr0udxJnj1 pic.twitter.com/tgrv7vdGzT
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) August 27, 2024