লখিমপুর, ৩ অক্টেবর: বিক্ষোভরত কৃষকদের (Farmers) উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বিরুদ্ধে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে এই অভিযোগ। রবিবার ঘটনাটি ঘটেছে লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri)। ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার পরই লখিমপুর খেরিতে ব্যাপক উত্তেজনা ও হিংসা ছড়িয়েছে।
রবিবার টিকুনিয়ায় একটি সভায় উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য (Keshav Prasad Maurya) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এখানেই অজয় মিশ্রের পৈতৃক বাড়ি। সভার কাছেই কৃষকরা কেন্দ্রের তিনটি কৃষি আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন। মন্ত্রীকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা করেছিলেন। কৃষকরা আশিস মিশ্রের গাড়ির সামনেও বিক্ষোভ দেখান, যখন তিনি কেশব প্রসাদ মৌর্যকে স্বাগত জানাতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে প্রতিবাদী কৃষকদের উপর দিয়ে তাঁর গাড়ি চালিয়ে দেন। তাতেই দু'জন কৃষণ প্রাণ হারান।
ঘটনার পরই লখিমপুর খেরিতে ব্যাপক উত্তেজনা ও হিংসা ছড়িয়েছে। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানো হয়েছে। এলাকায় ব্যাপক সংখ্যায় পুলিশ পাঠানো হয়েছে।
#LakhimpurKheri: Several persons were injured and three vehicles were set on fire when protests on #farmlaws took a violent turn and unidentified persons opened fire at the farmers.
Infuriated farmers set 3 jeeps on fire after some of the protestors were run over by the vehicles. pic.twitter.com/nMmnRMYFIs
— IANS Tweets (@ians_india) October 3, 2021
সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে, উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। সেখানে গাড়ি চাপা পড়ে দু'জন কৃষক মারা গিয়েছেন। আটজন কৃষক গুরুতর আহত হয়েছেন।