জয়পুর,২০ ফেব্রুয়ারি: দুই দলিত ভাইকে (Dalit Brothers) চুরির অভিযোগে পিটিয়ে মার রাজস্থানে (Rajasthan)। পুলিশের খবর অনুযায়ী, এই দুই দলিত ভাইকে জনতা চুরির অভিযোগে পেট্রল স্টেশনে ফেলে মারে, পাশাপাশি যথেচ্ছ অত্যাচারও করা হয়। ঘটনাটি ঘটে রবিবার। মারের একটি ভিডিও প্রকাশ পায়। তাতে রীতিমতো গা শিউরে ওঠার জোগাড়। জঘন্যভাবে তাদের আঘাত করে মারা হয়।
এনডিটিভির খবর অনুযায়ী, জয়পুর থেকে প্রায় ২৩০ কি.মি দূরে অবস্থিত গ্রামটির নাম নাগাউর। এখানে একটি পেট্রল স্টেশনে একজোট হয়ে কয়েকজন দাঁড়িয়ে ছিল। একজন দলিত ব্যক্তিকে মারার ভিডিও দেখা যায়। দলিত ছেলেটির বয়স প্রায় ২৪। এই ঘটনার পর সে তার ২০ বছর বয়সী ভাইকে নিয়ে পুলিশে অভিযোগ করে। ভিডিওতে দেখা যায় কয়েকজন জটলা বেঁধে ছেলেটিকে অত্যাচার করে, মারে। স্ক্রু ড্রাইভারের খোঁচা দেয় এমনকি যৌনাঙ্গে পেট্রল ঢেলে দেয়। আরও পড়ুন, কমল হাসান অভিনীত ইন্ডিয়ান-২ ছবির সেটে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩, অলৌকিকভাব বাঁচলেন পরিচালক
বুধবার দুই ভাই পুলিশ সদস্যদের কাছে যাওয়ার পর অভিযোগ দায়ের করে। সিনিয়র পুলিশ অফিসার রাজপাল সিং জানান, রবিবার চুরির অভিযোগে অভিযুক্ত দু'জনকে পেট্রোলস্টেশনের কর্মীদের দ্বারা নির্মমভাবে মারা হয়। গোটা আক্রমণের ঘটনাটি ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল এবং এরপর ভিডিওটি ভাইরাল হলে সকলের সামনে আসে। বুধবার তারা থানায় অভিযোগ দায়ের করে।