
করোনার পর এবার নিপাহ (Nipah Virus)। ফের ভাইরাস আতঙ্কে কাঁপছে কেরল। সম্প্রতি কেরলের দুই জেলায় পাওয়া গিয়েছে নিপাহ ভাইরাসে আক্রান্তদের। জানা গিয়েছে, মালপ্পুরম এবং পালাক্কাড় দুই জেলায় আক্রান্ত হয়েছে ২ জন বাসিন্দা। তাঁদের বর্তমানে চিকিৎসা চলছে। সম্প্রতি তাঁদের নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়। দেশের একমাত্র ল্যাব যেখানে নিপাহ ভাইরাসের কালচার করা হয়। নমুনা পরীক্ষায় পজিটিভ আসায় তাঁদের চিকিৎসা শুরু হয়েছে যদিও হাসপাতালে ভর্তি রয়েছে কিনা, সেই বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
সংক্রমণ ঠেকাতে তৎপর প্রশাসন
ইতিমধ্যেই কেরলের বিভিন্ন জেলা মিলিয়ে ২৬টি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে রাজ্য ও জেলা হেল্পলাইনগুলিও সচল করা হবে। সংক্রমণ বাড়লে কোয়ারেন্টাইন জোন তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়টির ওপর নজর রেখেছে স্টেট সার্ভিলেন্স ইউনিট এবং সেন্ট্রাল সার্ভিলেন্স ইউনিট। নিপাহ ভাইরাস মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
নিপাহ ভাইরাসের উপসর্গ
প্রসঙ্গত, করোনাকালেও নিপাহ ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছিল। মৃত্যু হয়েছিল অনেকের। এটি একটি জেনেটিক ভাইরাস। প্রাণীর থেকে মানুষের মধ্যে ছড়ায় এই ভাইরাস। এর প্রধান উপসর্গগুলি হল জ্বর, মাথাব্যাথা, গলা ব্যাথা, হাতে-পায়ে ব্যাথা, বমি। এমনকী নিউমোনিয়া পর্যন্ত হতে পারে।