
অমৃতসরে কাউন্সিলর খুনের ঘটনা নিয়ে তোলপাড় পঞ্জাবের রাজ্য রাজনীতি। ভরদুপুরে শিরোমনি অকালি দলের (Shiromani Akali Dal) একজন প্রভাবশালী নেতার খুনের ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীরা ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের ওপর প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে। যদিও ঘটনায় কয়েকঘন্টার মধ্যেই তদন্তে অগ্রগতি দেথিয়েছে পঞ্জাব পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় যুক্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা মূল অভিযুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে। গুরুদ্বারে গেটের সামনে অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র নিয়ে অপেক্ষা করছিলেন। যেই মাত্র হরজিন্দর গুরুদ্বার থেকে বেরোন, সেই সময়ই গুলিতে কাউন্সিলরের দেহ ঝাঁজরা করে দেন।
গ্রেফতার দুই অভিযুক্ত
পুলিশসূত্রে খবর, ধৃতরা কৃষ্ণা গ্রুপ নামে এক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। গ্রেফতারির সময় তাঁদের থেকে উদ্ধার হয়েছে দুটি পিস্তল। সেগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও এই ঘটনায় আরও কয়েকজন যুবক জড়িত রয়েছে। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। সেই সঙ্গে ধৃতদের জেরা করে এই সংগঠনের বাকি সদস্যদের খোঁজ করছে পুলিশ।
পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে অমৃতসরে
অমৃতসর পুলিশের ডিজিপি জগজিৎ সিং জানিয়েছেন, সংগঠনের প্রধান নেতা বিদেশে রয়েছে। সেই পঞ্জাবের বিভিন্ন এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য টাকার বিনিময়ে দুষ্কৃতিদের নিযুক্ত করেন। এই ঘটনায় আরও তিন অভিযুক্ত এখনও পলাতক। তাঁদের খোঁজ করা হচ্ছে। এলাকা সিসিটিভি ফুটেজ ও মোবাইল লোকেশন ট্র্যাক করা হচ্ছে। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।