গাজিয়াবাদ, ১১ এপ্রিল: দুই পড়ুয়া করোনায় আক্রান্ত হতেই তিনদিনের জন্য বন্ধ হয়ে গেল স্কুলটির পঠনপাঠন। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের এক বেসরকারি স্কুলে(COVID19 Outbreak At Ghaziabad School) । স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সুরক্ষার বন্দোবস্তের জন্য আজ ১১ এপ্রিল থেকে আগামী বুধবার ১৩ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। করোনা আক্রান্ত দুই পড়ুয়ার একজন তৃতীয় শ্রেণিতে পড়ে। অন্যজন নবম শ্রেণিতে। আক্রান্ত দু’জনেই আপাতত বাড়িতে নিভৃতবাসে আছে।দুই পড়ুয়ার অনুপস্থিতির কারণ জানার পরেই স্কুল কর্তৃপক্ষ অফলাইনে ক্লাসের সিদ্ধান্ত আপাতত স্থগিত রেখেছে। তবে অনলাইনে আগামী তিনদিন স্কুলের ক্লাস চলবে।
গত ১৪ ফেব্রুয়ারি থেকে রাজ্যসরকার স্কুল খোলার অনুমোদন দিয়েছিল। তারপর ধীরে ধীরে শহরের স্কুলগুলির উঁচু ক্লাসের পঠনপাঠন শুরু হয়ে। পরে গোটা স্কুলের সমস্ত শ্রেণির পঠনপাঠন শুরু হয়ে যায়। গত কয়েকদিনে দেশে কোভিড সংক্রমণ একেবারেই কমে গেছে। রবিবার দেশজুড়েই নতুন করোনা রোগীর সংখ্যা ৮৭১।